ইউনিক আইডি কি? ইউনিক আইডি ফরম পিডিএফ ডাউনলোড
(ইউনিক আইডি কি) - আমাদের ডিজিটাল বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত্যেক স্টুডেন্টকে ডিজিটাল ইউনিক আইডি কার্ড করার নির্দেশ দিয়েছেন। তা দেখতে আমাদের আইডি কার্ড/স্মার্ট কার্ডের মতো। এই কার্ডটি প্রত্যেক স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীরাকে এই ইউনিক আইডি কার্ডটি প্রদান করা হবে। এই আইডিতে ১০ বা ১৬ ডিজিটের শিক্ষার্থী পরিচয় নম্বর থাকবে, যা পরবর্তীতে ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর হবে একই। (ইউনিক আইডি কি) জাতীয় পরিচয়পত্র তৈরি করার সময় আলাদা করে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে না। ২০২২ সাল থেকে প্রত্যেক শিক্ষার্থীকে এই ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে।
তার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু তথ্য সংগ্রহ করে ইউনিক আইডি ফরম ফিলাপ করতে হবে। (ইউনিক আইডি কি) সুতরাং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা ইউনিক আইডি ফরম খুঁজছেন। তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের এই ওয়েবসাইটে ইউনিক আইডি ফরম ছবি এবং পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে ইউনিক আইডি ফরম কিভাবে ফিলাপ করতে হবে, সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। (ইউনিক আইডি কি) তাই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। (ইউনিক আইডি ফরম ডাউনলোড)
অন্য পোস্ট পড়ুনঃ উপায় একাউন্ট দেখার নিয়ম ২০২২ - Upay account code
পেইজ কনটেন্ট সূচিপত্রঃ
ইউনিক আইডি কি?
ইউনিক আইডি কি - ইউনিক আইডি হচ্ছে আপনার শিক্ষাজীবনের আইডি কার্ড বা পরিচয় পত্র। এটি দেখতে অনেকটা ভোটার আইডি কার্ডের মত এই ইউনিক আইডি কার্ডে আপনার শিক্ষাজীবনের সকল ডাটা বা তথ্য সংগ্রহ করা থাকবে।এই আইডি কার্ডে সারা জীবনের জন্য আপনার বিশাল একটা রোল নম্বর থাকবে সেটা স্কুলে থাকা ১/২ এর মত নয় অনেকটা মোবাইল নম্বরের মত।
তার জন্য আপনাদের স্কুল থেকে চার পৃষ্ঠার একটা ফরম পূরণ করতে বলবে। একটু কষ্ট করে ফরম গুলো পূরণ করে শীঘ্রই স্কুলে জমা দিতে হবে। (ইউনিক আইডি কি) অনেক স্কুল-কলেজের কাজ শুরু হয়ে গেছে, আবার অনেক স্কুল-কলেজ আছে তাদের এখনও কাজ শুরু করা হয়নি। তাই বলার আগে প্রয়োজনীয় কাগজ পত্র রেডি করে রাখতে পারেন। কারণ অনেকের অনেক ধরনের কাগজের সমস্যা হতে পারে এই সমস্যাগুলি সমাধান করে অতি শীঘ্রই আপনারা সঠিক কাগজগুলো সংগ্রহে রাখুন।
অন্য পোস্ট পড়ুনঃ নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার - Nagad Mobile Banking Savings Rate
ইউনিক আইডি করতে কি কি লাগবে?
ইউনিক আইডি করতে কি কি লাগবে - শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড বা প্রোফাইল ডাটাবেজ তৈরি করার জন্য নিচে দেয়া তথ্যগুলো দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে রাখুন। এগুলো নিয়ে কেউ অবহেলা করবেন না কারণ অবহেলা করলে যেকোনো সময় আপনার সমস্যা হতে পারে।
- পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এবং দুই চোখ দুই কান স্পষ্ট হতে হবে।
- শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ ডিজিটাল হতে হবে ( হাতের লেখা চলবে না )
প্রয়োজনীয় কাগজ পত্র
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
- শিক্ষার্থীর অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনের ১টি ফটোকপি।
- শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্তের মেডিকেল রিপোর্ট সার্টিফিকেটের ১টি ফটোকপি।
- মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) কার্ডের ১টি ফটোকপি। ( পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় মাতার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে )
- মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ১টি ফটোকপি।
- পিতার জাতীয় পরিচয়পত্রের (NID) কার্ডের ১টি ফটোকপি। ( পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় মাতার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে )
- পিতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ১টি ফটোকপি।
- পিতা-মাতা উভয়ই জীবিত না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ১টি ফটোকপি।
- শিক্ষার্থীর রেলস্টেশনের ১টি ফটোকপি ( ৮ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য )
- প্রাথমিক/ইবতেদায়ী সমাপনী পরীক্ষার এডমিট কার্ডের ১টি ফটোকপি ( ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য প্রযোজ্য )
- পিএসসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার মার্কশিটের ১টি ফটোকপি।
- শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ১টি ফটোকপি।
ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম
ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম - অনেকেই আছেন যারা ভুল তথ্য দিয়ে ফরমটি পূরণ করে জমা দিয়ে দেই। সুতরাং, ভুল তথ্য প্রদান করার ফলে পরবর্তীতে অনেক বড় ধরনের সমস্যা হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড সংগ্রহের জন্য অবশ্যই সতর্কতার সাথে ফরমটি পূরণ করতে হবে। (ইউনিক আইডি কি) এই বিষয়গুলো নিচে বিস্তারিত উল্লেখ করা হলো-
- শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদানঃ শিক্ষার্থীরা তাদের ইউনিক আইডি ফরমে তাদের সঠিক তথ্যগুলো যেমন- নাম ও জন্ম তারিখ অবশ্যই তাদের অনলাইন জন্ম নিবন্ধন করে প্রদান করতে হবে। কারো যদি অনলাইন জন্ম নিবন্ধন ডিজিটাল করা না থাকে তাহলে অবশ্যই রেজিষ্টারের কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংশোধন করে নিতে হবে।
- পিতা ও মাতার সঠিক তথ্য প্রদানঃ শিক্ষার্থীদের পিতা ও মাতার তথ্য অবশ্যই পিতা ও মাতার জাতীয়পরিচয়পত্রের সাথে যাবতীয় তথ্য মিল থাকতে হবে। যদি কারও তথ্য পিতা মাতার আইডি কার্ডের সাথে না মেলে তাহলে তা সংশ্লিষ্ট কার্যালয় ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন করে নিতে হবে।
- শিক্ষা ও অন্যান্য তথ্য প্রদানঃ যথাযথ সতর্কতা অবলম্বন করে শিক্ষার্থীরা পূর্বর্বতী ও বর্তমান শিক্ষাগত সকল তথ্য প্রদান করবেন। শ্রেণি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান তা দেখে সত্যতা নিশ্চিত করবেন।
ইউনিক আইডি ফরম ডাউনলোড - ( PDF )
আমাদের সর্বশেষ কথা
আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে বুঝে গেছেন যে ইউনিক আইডি কি? ইউনিক আইডি ফরম পিডিএফ ডাউনলোড, ইউনিক আইডি করতে কি কি লাগবে, ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত আগামী দিনের পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।